ঘটনা কোথায় ও কি ঘটেছিল:
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে, কক্সবাজার জেলার রামু উপজেলায় পিছনের দিকে Facebook‑এ একটি আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ নিয়ে বৌদ্ধ উপাসনালয়, মন্দির ও ধর্মীয় বাড়িঘর লক্ষ্য করে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু হয়। এ ঘটনায় ১২টি বৌদ্ধ বিহার ও মন্দির এবং প্রায় ৩০টি বাড়ি ধ্বংস করা হয় WikipediaThe Daily Star। হামলা ছড়িয়ে পড়ে উখিয়া ও পটিয়া উপজেলা পর্যন্ত, যেখানে আরও গৃহ-ধ্বংস, বিহার ও মন্দিরে আগুন দেয়া হয় WikipediaABCThe Daily Star।
স্থানীয়দের যন্ত্রণার বিবরণ:
শতশত বৌদ্ধ পরিবার এক রাতের মধ্যে গৃহহীন হয়ে পড়ে; কেউ বনেই রাত কাটাতে বাধ্য হয় BBC। রামুর সেবা কেন্দ্র সিমা বিহারসহ ঊর্ধ্বশত বছরের প্রাচীন মন্দিরগুলোও ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি ধর্মীয় পাণ্ডুলিপি ও ধর্মীয় নিদর্শন ধ্বংস করা হয় The Daily Star।
পুরকথা নয়, প্রথাগত আঘাত:
স্থানীয় ও পেশাদারি বিশ্লেষণগুলো নির্দেশ করে যে এটি spontaneous নয়, বরং পরিকল্পিত ও সুসংগঠিত হামলা ছিল। বাহির থেকে লোক এনে ট্রাকে আনা এক বিশাল দল midnight থেকে সকাল পর্যন্ত কার্যক্রম চালানো হয় The Daily StarBBC।
পরবর্তী প্রতিক্রিয়া ও আইনগত অগ্রগতি:
সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তি প্রদানের আশ্বাস দেন The Daily StarWikipedia। সরকার তৎক্ষণাৎ বিহারগুলো পুনর্নির্মাণ শুরু করে, এবং পরবর্তীতে ঘোষণা করা হয় ‘Rebuilding and Renovation of damaged Buddhist Temples’ প্রকল্পের অধীনে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ২০০ মিলিয়ন টাকা ব্যয়ে সংস্কার কাজ করা হবে Wikipedia।
বিচার এখনো অসম্পন্ন:
১২ বছর পেরিয়ে গেলেও বিচারের পথ অসম্পূর্ণ অপরাধীদের দায় নিশ্চিত করা সম্ভব হয়নি। আদালতে সুনিশ্চিত সাক্ষী সংকট ও মামলা শোনার দীর্ঘস্থায়ী বিলম্ব বিচারকে প্রভাবিত করেছে Risingbd Online Bangla News PortalDhaka Tribune।
সম্মান ও প্রতিবাদের আহ্বান:
এই ভয়াল রাতের স্মরণে, বাংলাদেশ জাতীর ভাবাদী — বৌদ্ধ ফোরাম এর উদ্যোগে আয়োজিত হচ্ছে একটি মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি, যেখানে আমরা ধর্মীয় সম্প্রীতি, মানবিক মর্যাদা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাই। পাশাপাশি, রাষ্ট্রকে বিচারে দৃঢ় কার্যক্রম গ্রহণের আহ্বান জানাই।
English Version
In Commemoration of the Ramu Tragedy on 29 September
Candlelight Vigil Program
Where and What Happened:
On the midnight of 29 September 2012, in Ramu Upazila, Cox’s Bazar, violent attacks were launched against Buddhist religious sites following a questionable image allegedly posted on Facebook. The mobs destroyed 12 Buddhist temples and monasteries and around 30 homes on that night WikipediaThe Daily Star. The violence quickly spread to Ukhia and Patiya, resulting in further arson and looting of Buddhist and Hindu religious sites WikipediaABCThe Daily Star.
Local Trauma:
Hundreds of Buddhist families were rendered homeless overnight, some forced to hide in forests to survive BBC. Ancient temples—some centuries old—were damaged, and sacred religious manuscripts and artifacts were destroyed The Daily Star.
Not Spontaneous—A Pre‑planned Assault:
Investigations suggest the attack was premeditated and organized. A large group of attackers were brought in from outside areas and carried out coordinated destruction from midnight onward The Daily StarBBC.
Government Response and Reconstruction:
Prime Minister Sheikh Hasina condemned the attack and assured that perpetrators would face exemplary punishment The Daily StarWikipedia. The government initiated an immediate rebuilding plan under the ‘Rebuilding and Renovation of Damaged Buddhist Temples’ project, with the army undertaking restoration work at a cost of 200 million taka Wikipedia.
Justice Still Pending:
Even after 12 years, trials are incomplete and justice remains elusive. Delays in court proceedings and reluctance of witnesses have hindered the judicial process Risingbd Online Bangla News PortalDhaka Tribune.
Call for Solidarity and Justice:
To honor that tragic night and reaffirm our commitment to religious harmony and justice, the Bangladesh National Bahādi — Buddhist Forum is organizing a candlelight vigil. We also strongly urge the state to ensure accountability through effective judicial action.